শনিবার ১৬ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ মে ২০২৪ ১৫ : ৩১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শনিবার রানাঘাটে ভোটের প্রচার থেকে সন্দেশখালি প্রসঙ্গে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।’
সন্দেশখালির পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গেও এদিন সরব ছিলেন মমতা। তিনি বলেন, ‘‘কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল। দেখছেন কীর্তি কারখানা! রাজভবনের কর্মীদের সঙ্গে কী করছে! মেয়েদের ডেকে কী করছেন! তাঁর বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই কিছু তো সন্দেশ দিলেন না ।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এদিন সরাসরি আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি ফুটো ভাঁড়। বলছে ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ, রেশন দিই বিনা পয়সায়। গ্যাস বেলুন। ৩০ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই। মোদি দেন না। চ্যালেঞ্জ করছি। নিজের নামে প্রচার করছে। গরিব লোকের ১০০ দিনের কাজের টাকা দেন না। ৫০ দিনের কাজের ব্যবস্থা করেছি।’’
ক্যা নিয়েও এদিন সরব ছিলেন মমতা। তিনি বলেন, ‘‘আমার প্রতি বিশ্বাস রয়েছে? তা হলে আপনাদের কেউ তাড়াতে পারবে না। অসমে যা হয়েছে, বাংলায় হবে না। তাই আমার উপর রাগ দেখায়। টাকা বন্ধ করে। আমার কিছু যায়-আসে না। আমরা সকলে নাগরিক। কেউ পড়াশোনা করেন। চাষের জমি রয়েছে। ভোট দেন সকলে। ভোটের সময় তো কেউ বলেনি। এখন বলছে দরখাস্ত করো।’’
শনিবার রানাঘাট লোকসভায় জোড়া প্রচারসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ২০১৯ সালে এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। বিজেপির জগন্নাথ সরকার হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপালি বিশ্বাসকে। এবারও জগন্নাথের উপরেই আস্থা রেখেছে বিজেপি। অন্য দিকে, তৃণমূল প্রার্থী করেছে রানাঘাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারীকে। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।